মানুষের হৃদয়ের প্রতিটি স্পন্দনের অনুবাদ। প্রতিটি মানুষের হৃদয়ের ভাষা আমি তুলে আনতে চাই। যা এই ব্লগ সাইটকে পূর্ণতা দেবে।
এক জীবনে মানুষের চাওয়া আর পাওয়ার ব্যবধান, আনন্দ আর বেদনার মিশ্র অনুভূতি, দীর্ঘশ্বাস আর হাহাকারের দূরত্ব গুছিয়ে আনতে চাই। এর ফল হিসেবে জন্ম হতে পারে কবিতা, গল্প। যা সাহিত্যে ক্ষুদ্র অবদান রাখবে বলে আমার বিশ্বাস।
লেখার মধ্য দিয়ে তুলে ধরতে চাই মানুষের যাপিত জীবন, দুঃখ এবং দুঃখবোধের সমকালীন বাস্তব চিত্র এবং গভীর জীবনবোধের মনস্তাত্ত্বিক দর্শন। আমার বিশ্বাস, এর মধ্য দিয়েই দুনিয়ার এ স্বল্প সময়ের ভ্রমণ আমি সফলভাবে শেষ করতে পারব।